ঢাকার বিভিন্ন এলাকার সাপ্তাহিক ছুটি

ঢাকা শহরকে সাতটি অঞ্চলে ভাগ করে বিভিন্ন দিন ভিন্ন ভিন্ন অঞ্চলের মার্কেটসমূহ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। জেনে নিন কোন এলাকার মার্কেট কবে বন্ধ থাকবে।
বন্ধের দিনঃ শুক্র ও শনিবারের প্রথমার্ধ
ঢাকা দক্ষিন অঞ্চল
আহসান মঞ্জিল, লালবাগ ও কোতোয়ালি থানা এলাকা, ওয়ারী, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহরবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইরপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, বংশাল, নবাবপুর, ফায়ার সার্ভিসের সদর দপ্তর এলাকা, ফুলবাড়িয়ার একাংশ, চানখাঁরপুল।

বন্ধের দিনঃ রবি ও সোমবারের প্রথমার্ধ
ঢাকা পূর্ব অঞ্চল
রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ (উত্তর-পূর্বাংশ), মাদারটেক, বাসাবো, সবুজবাগ, মুগদা,   কমলাপুরের পূর্বাংশ, মান্ডা, মানিকনগর, ধলপুর, সায়েদাবাদ, জনপথ, যাত্রাবাড়ীর একাংশ (উত্তর-পূর্বাংশ), ডেমরা, শনির আখড়া, রায়েরবাগ, সানারপাড়, দনিয়া।

বন্ধের দিনঃ বৃহস্পতি ও শুক্রবারের প্রথমার্ধ
ঢাকা দক্ষিন-মধ্য অঞ্চল
গুলিস্তান, মগবাজার, ইস্কাটন, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগ মোড়, শান্তিনগর, শাহজাহানপুর,  শান্তিবাগ, শহীদবাগ,  পল্টন, ফকিরেরপুল, আরামবাগ, মতিঝিল, দিলকুশা, টিকাটুলী, কে এম দাস লেন, গোপীবাগ, গোলাপবাগ,  কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, তোপখানা রোড, প্রেসক্লাব, হাইকোর্ট মাজার, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, শিশুপার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

বন্ধের দিনঃ মঙ্গল ও বুধবারের প্রথমার্ধ
ঢাকা মধ্য অঞ্চল
কারওয়ান বাজার এলাকা, কাঁঠালবাগান, হাতিরপুল, রাজাবাজার, ইন্দিরা রোড এলাকা, মানিক মিয়া এভিনিউ, মণিপুরিপাড়া, তেজকুনিপাড়া, তেজতুরী বাজার, ফার্মগেট, তেজগাঁওয়ের একাংশ, কলাবাগান, সোবহানবাগ, শুক্রাবাদ, এলিফ্যান্ট রোড, কাঁটাবন, নীলক্ষেত, নিউমার্কেট এলাকা, ইডেন কলেজ এলাকা, হাজারীবাগ, পিলখানা, জিগাতলা, ধানমন্ডি, রায়েরবাজার।

বন্ধের দিনঃ বৃহস্পতি ও শুক্রবারের প্রথমার্ধ
ঢাকা পশ্চিম অঞ্চল
মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর ১ ও ২, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকা, মিরপুর মাজার এলাকা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, লালমাটিয়া।

বন্ধের দিনঃ রবি ও সোমবারের প্রথমার্ধ
ঢাকা উত্তর-মধ্য অঞ্চল
শেরেবাংলা নগর, আগারগাঁও, তালতলা, কাজীপাড়া, শেওড়াপাড়া, কাফরুল, মিরপুর (সেকশন-১০, ১১, ১২, ১৩ ও ১৪), পল্লবী, ইব্রাহিমপুর, কচুক্ষেত, তেজগাঁও পুরাতন বিমানবন্দর, মহাখালী নতুন ও পুরাতন ডিওএইচএস, কাকলী,  মহাখালী এলাকা, রসুলবাগ, সেনানিবাস এলাকা, বনানী, গুলশান-১ ও ২, নাখালপাড়া, মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল এলাকা, তেজগাঁও শিল্প এলাকা।

বন্ধের দিনঃ বুধ ও বৃহস্পতিবারের প্রথমার্ধ
ঢাকা উত্তর অঞ্চল
বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, কুড়িল, মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, শাহজাদপুর, জগন্নাথপুর, তারকুল, কুড়াটুলী, নিকুঞ্জ-১ ও ২, খিলক্ষেত, উত্তরখান ও দক্ষিণখান,  আশকোনা, উত্তরা মডেল টাউনের সব সেক্টর, জোয়ারসাহারা, কুড়িল থেকে টঙ্গী ব্রিজের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিমানবন্দর সড়ক এলাকা।

মন্তব্যসমূহ