ফয়েজ লেকে নৌকা ভ্রমন

চট্টগ্রাম শহরে পাহাড়তলী এলাকায় অবস্থিত এই নয়নাভিরাম লেকটি। এটি ১৯২৪ সালে খনন করা এই লেকটি রেল প্রকৌশলী মিঃ ফয়-এর (Foy) নামে নামকরণ করা হয়। কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ফয়’স লেকে মনোরম রিসোর্ট তৈরি করেছে। আপনি চাইলে বেড়ানোর পাশাপাশি রাত যাপনও করতে পারেন ফয়’স লেকে। অঞ্চলের চারদিকে পাহাড় আর মাঝখানে রয়েছে অরুণাময়ী, গোধূলি, আকাশমণি, মন্দাকিনী, দক্ষিণী, অলকানন্দা নামের হ্রদ। হ্রদে নৌকা ভ্রমনের ব্যাবস্থা আছে, রয়েছে মনোরম পরিবেশে উন্মুক্তভাবে হরিণ বিচরণের স্থান। এর পাশেই আছে আপনার জন্য বিলাসবহুল থাকার আবাস। নবদম্পতিদের জন্য রয়েছে হানিমুন কটেজ।
বিনোদনের জন্য থিম পার্ক ফয়’স লেক কনকর্ড, অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে আছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের রাইডস যেমন- সার্কাস ট্রেন, ফ্যামিলি কোস্টার, ফেরিস হুইল, রেডড্রাই স্লাইড, বাম্পার কার, সার্কাস সুইং, স্পিডবোট, ওয়াটার বি। লেকের ওপর ঝুলন্ত সেতু, পাহাড়ের বনাঞ্চলে ট্রাকিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সুউচ্চ টাওয়ার। রিসোর্টে যাঁরা থাকবেন, তাঁদের জন্য রয়েছে বিভিন্ন রকমের সুবিধা, যেমন- প্রতিদিনের সকালের নাশতা থিম পার্ক ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড রাইডসগুলো উপভোগ করার সুযোগ এবং দিনভর জলে ভিজে আনন্দ করার জন্য ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড কনকর্ড। তা ছাড়া করপোরেট গ্রাহকদের জন্য সভা, বার্ষিক সাধারণ সভা এবং বিভিন্ন রকম ইভেন্টের সুবিধা রয়েছে।

যেভাবে যেতে হবে
পাহাড়তলী এলাকাটি চট্টগ্রাম শহরের মাঝেই অবস্থিত। নিজস্ব গাড়ী না থাকলে অটো রিক্সা কিংবা সিএনটি করে ১০ মিনিটেই চলে যেতে পারেন ফয়’স লেকে।

কোথায় থাকবেন
লেকের নিজস্ব ব্যবস্থাপনায় রয়েছে থাকার জন্য বিলাসবহুল আবাসিক হোটেল। পাহাড়ের ধারে লেকের একেবারে পাশেই রয়েছে দারুন সব কটেজ ও রিসোর্ট।অবশ্য ইচ্ছা করলে অন্য আবাসিক হোটেলে থেকেও আপনি ফয়’স লেক ঘুরতে দেখতে পারেন।

এট্রি ফি ও রাইড
খরচটা হাতের নাগালেই। থিম পার্ক ফয়’স লেক কনকর্ড অ্যামাউজমেন্ট ওয়ার্ল্ডে প্রবেশসহ সব রাইড ২০০ টাকা, ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড কনকর্ড প্রবেশসহ সব রাইড ৩৫০ টাকা।

রিসোর্ট ও কটেজ ভাড়া
ফয়’স লেক রিসোর্টে প্রতিদিন রাত যাপন দুই হাজার ৫০০ থেকে সাত হাজার টাকা এবং রিসোর্ট বাংলোয় প্রতিদিন রাত যাপন দুই হাজার ৫০০ থেকে ছয় হাজার টাকা।

যোগাযোগ
যাঁরা চট্টগ্রামে এসে ফয়’স লেকে থাকতে চান, তাঁদের ঢাকা অফিস থেকে যোগাযোগ করে ফয়’স লেক রিসোর্টে বুকিং দিয়ে আসাই ভালো। ফোন: ০১৯১৩৫৩১৪৮৩, ০১৯১৩৫৩১৪৮০, (০৩১) ২৫৬৬০৮০, ফ্যাক্স: (০৩১) ৬৫৯৪০৬।

মন্তব্যসমূহ