সাগর কন্যা - কুয়াকাটা

পটুয়াখালী জেলায় অবস্থিত ৩০ কিমি দীর্ঘ এই বালুকাময় সৈকতের প্রধান বিশেষত, এখান থেকে সমূদ্রের বুকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায়। এটি রাজধানী ঢাকা থেকে ৩২০ কিমি দক্ষিণে এবং পটুয়াখালী জেলা সদর থেকে ৭০ কিমি দূরে অবস্থিত। কুয়াকাটায় হিন্দু বৌদ্ধ সহ বিভিন্ন সংস্কৃতি মানুষের সম্মিলন লক্ষ্য করা যায়। রাস পূর্ণিমা বা মাঘী পূর্ণিমায় এখানে আসে হাজার হাজার ভক্তের আগমন ঘটে সাগরের বুকে পুন্যস্নান করার জন্য। ঘুরে দেখতে পারেন ১০০ বছরের পুরানো বৌদ্ধ মন্দির যেখানে গৌতম বুদ্ধের মূর্তি সহ দেখতে পাবেন ২০০ বছর আগের ২ টি কূয়া । এছাড়াও কুয়াকাটা থেকে ঘুরে আসতে পারেন সুন্দর বনের একাংশ ফাতরার চর। শীতের সময় চোখে পড়বে অসংখ্য অতিথি পাখি। কুয়াকাটায় এসে আরও যা যা দেখবেন- গঙ্গামায়ার চর, বৌদ্ধমন্দির, উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি, রাখাইন পল্লী, জেলে পল্লী ইত্যাদি।

যেভাবে যেতে হবে

ঢাকার কমলাপুর থেকে বিআরটিসির বাস, গাবতলী থেকে সাকুরা পরিবহনের বাস কুয়াকাটার উদ্দশ্যে ছেড়ে যায়, ভাড়া ৩৫০-৪৫০ টাকা, সময় লাগে প্রায় ১২/১৩ ঘন্টা।
এছাড়া ঢাকার সদরঘাট থেকে লঞ্চে পটুয়াখালী এসে সেখান থেকে বাসে আসতে পারেন কুয়াকাটা। এটি সর্বাধিক আরামের ভ্রমন। ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চে প্রথম শ্রেণীর ভাড়া জনপ্রতি ৩০০-৩৫০ টাকা। পটুয়াখালী থেকে বাসে কুয়াকাটার ভাড়া ৪০-৫০ টাকা।

কোথায় থাকবেন

কুয়াকাটায় পর্যটন কর্পোরেশনের মোটেল আছে, ফোন-০৪৪১-২৭৫১, ঢাকা অফিস - ফোন ৮১১৭৮৫৫-৯, ৮১১৯১৯২। বেসরকারি মালিকানাধীন কুয়াকাটার পঞ্চায়েত পাড়ায় আরেকটি ভাল হোটেল বিচ ভ্যালি, ফোন-০৪৪১-৬৪১৫১, ঢাকা অফিস- ফোন ৯৫৫১৮৮৪, ৯৫৫১২৫৭। তাছাড়াও এখানে বিভিন্ন মানের হোটেল পাবেন ২০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে।

মন্তব্যসমূহ