গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক

সাফারি পার্ক বলতে এমন এক কৃত্রিম বনাঞ্চল বুঝায় যেখানে বিশাল এলাকা জুড়ে বন্য প্রানীদের অবাধে বিচরন পরিবেশ বিদ্যমান থাকে, আর পর্যটকগন সুরক্ষিত যানে বা সুরক্ষিত পথে প্রানী বিচরন পর্যবেক্ষন করতে পারে। গাজিপুর জেলার শ্রীপুরে গড়ে তোলা হয়েছে এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক। কোর সাফারির বনাঞ্চলে রয়েছে বাঘ, জিরাফ, জেব্রাসহ বিভিন্ন বন্যপ্রানী, যেখানে টুর বাসে দর্শনার্থীরা ঘুরে ঘুরে উম্মুক্ত জীব বৈচিত্র্য পর্যবেক্ষন করতে পারে। সাফারি কিংডোম অংশে রয়েছে বিদেশী বর্নিল পাখী ও মাছ, প্রজাপতি, কুমির, হাতী, ত্রিমাত্রিক সিনেমার মিনি হল ইত্যাদি। তাছাড়া রয়েছে একটি সংরক্ষিত মৃত প্রানীর জাদুঘর। দর্শনার্থীদের জন্য বাঘ ও সিংহ নামের দুটি রেস্তোঁরা রয়েছে যেখান থেকে প্রাণী পর্যবেক্ষণ করা যায়। হিংস্র প্রাণী পর্যবেক্ষণের জন্য রয়েছে বিশেষ পর্যবেক্ষণ টাওয়ার।

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে বঙ্গবন্ধু সাফারি পার্কের দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। ঢাকা-ময়মনসিংহ রোডে গাজীপুর জয়দেবপুর চৌরাস্তা, রাজেন্দ্রপুর হয়ে নামতে হবে শ্রীপুরের বাঘের বাজার। ভাড়া ৮০ টাকা, সময় লাগবে প্রায় ২ ঘন্টা। তারপর লোকাল অটোতে পার্কের গেট পর্যন্ত যেতে পারবেন, ভাড়া ২০ টাকা, সময় লাগবে ১৫ মিনিট।

প্রয়োজনীয় তথ্যঃ বাহির থেকে খাবার নিয়ে পার্কের ভেতর প্রবেশ নিষেধ, খাবারের জন্য পার্কের ভিতরে দুটি রেস্তোরা রয়েছে, সেখান থেকে বাঘ পর্যবেক্ষনও করা যায়। মঙ্গল বার সাপ্তাহিক ছুটি, তাছাড়া অন্যান্য দিনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
পার্কে প্রবেশ মূল্য ৫০ টাকা অপ্রাপ্ত বয়স্কদের ২০ টাকা, শিক্ষার্থীদের ১০ টাকা, শিক্ষা সফরে আসা ৪০-১০০ জনের গ্রুপের জন্য ৪০০ টাকা, ১০০ জনের বেশির ক্ষেত্রে ৮০০ টাকা। সাফারি কোরে টুর বাসের টিকেট মূল্য ১০০ টাকা, অপ্রাপ্ত বয়স্কদের ৫০ টাকা। গাড়ি পার্কিং ফি - বাস ২০০ টাকা, মিনিবাস বা মাইক্রোবাস ১০০ টাকা, কার বা জীপ ৬০ টাকা, অটোরিক্সা ২০ টাকা।

মন্তব্যসমূহ