নিঝুম দ্বীপে হরিনের খুজে

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অর্ন্তগত এ দ্বীপটি সমুদ্রে বুকে ১৯৫০ সালের দিকে জেগে উঠে। এর আয়তন প্রায় ১৪,০০০ একর। ১৯৭০ খ্রিস্টাব্দের পূর্বে এখানে কোনো লোকবসতি ছিল না। ৭০-এর দশকে বনবিভাগ এদ্বীপে বনায়ন কার্যক্রম শুরু করে এবং পরীক্ষামূলকভাবে ৪ জোড়া হরিণ অবমুক্ত করে। নিঝুম দ্বীপ এখন হরিণের পালে ভরপুর, ১৯৯৬ খ্রিস্টাব্দের শুমারি অনুযায়ী এখানে হরিণের সংখ্যা প্রায় ২২,০০০। নোনা পানিতে বেষ্টিত নিঝুম দ্বীপ সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন। দ্বীপের দক্ষিণ ভাগে প্রায় ১২ কিলোমিটার উপকূল জুড়ে রয়েছে বৃত্তাকার সী-বীচ। এখানে একই জায়গায় দাঁড়িয়ে আপনি সমূদ্রের বুকে অবলোকন করতে পারেন অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত। একটি বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান এখানে পর্যটকদের জন্য হাতি ঘোড়া ইত্যাদির চড়ার ব্যাবস্থা করেছে।

যেভাবে যেতে হবে

লঞ্চঃ ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন পানামা (০১৭১১–৩৪৯২৫৭) ও টিপু (০১৭১১–৩৪৮৮১৩) নামের লঞ্চ হাতিয়ার উদ্দেশে ছাড়ে সন্ধ্যা ৬টায় এবং লঞ্চটি হাতিয়া লঞ্চঘাটে পৌছায় পরদিন সকাল ১০টায়। ভাড়া - ডেক ২০০ টাকা, সিঙ্গেল কেবিন ৭০০ টাকা, ডাবল কেবিন ১২০০ টাকা এবং ভিআইপি ১৬০০ টাকা।
বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাট থেকে সপ্তাহে এক দিন জাহাজ হাতিয়ার উদ্দেশে ছেড়ে যায়। হাতিয়া তমরুদ্দি লঞ্চঘাট থেকে ট্রলার যোগে নিঝুম দ্বীপ যেতে পারেন। সময় লাগবে প্রায় ২ থেকে ২:৩০ ঘণ্টা। রিজার্ভ ট্রলার এ খরচ পরবে ১০-১৫ জন ৬০০০ টাকা, ২০-৩০ জন ৮০০০ টাকা, ৩০-৪০ জন ১০০০০ টাকা।

সড়কপথেঃ দেশের যে কোন স্থান থেকে প্রথমে নোয়াখালী পৌছে রাত্রি যাপন করে পরদিন সকাল বেলা নিঝুমের উদ্দেশ্যে রওনা হতে পারেন। নোয়াখালী থেকে লঞ্চে হাতিয়া পৌছে সি-ট্রাকে অথবা স্পিডবোট নিয়ে সরাসরি যাওয়া যায় নিঝুম দ্বীপ। এ পথটি বেশ নিরাপদ।

এছাড়া হাতিয়ার তমরদ্দী লঞ্চঘাট সড়কপথে থেকে নিঝুম দ্বীপ যেতে চাইলে প্রথমে বাসে জাহাজমারা ঘাট, তারপর রিক্সাতে জালিয়াখালী ঘাট, অতঃপর নৌকাতে বন্দরটিলা ঘাট, এরপর টেম্পুতে নিঝুম দ্বীপ পৌছবেন।

কোথায় থাকবেন

নিঝুম দ্বীপে পর্যটকদের থাকার জন্য অবকাশ পর্যটন নির্মাণ করেছে নিঝুম রিসোর্ট, এটি মুলত একটি ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্র হিসেবে তৈরী। এখানে প্রায় ৬০ জন মানুষ একসঙ্গে থাকার ব্যবস্থা রয়েছে। এখানে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। ভাড়া ১০০০-৩০০০ টাকা। রিসোর্টে বুকিং করতে যোগাযোগ: মোঃ মনির হোসেন, ইনচার্জ, নিঝুম রিসোর্ট, হাতিয়া, নোয়াখালী, ফোনঃ ০১৭২৪-১৪৫৮৬৪। রিসোর্টির ঢাকার অফিসেও যোগাযোগ করতে পারেন, আলহাব্জ সামসুদ্দিন ম্যানসন (নবম তলা), অবকাশ পর্যটন লি. ১৭ নিউ ইস্কাটন রোড, ঢাকা; ফোন : ৮৩৫৮৪৮৫, ৯৩৪২৩৫১, ৯৩৫৯২৩০, ০১৫৫২৩৭২২৬৯।

তাছাড়া এখানে একটি মসজিদ বোর্ডিং আছে। জেনারটরের ব্যবস্থা নাই। ভাড়া - সিঙ্গল বেডে রুম ১০০ এবং ডাবল বেড রুম ২০০ টাকা। যোগাযোগ - মোঃ আব্দুল হামিদ (জসিম),  কেন্দ্রীয় জামে মসজিদ, নামার বাজার, হাতিয়া, নোয়াখালী; মোবাইলঃ ০১৭-২৭৯৫৮৮৭৯।

মন্তব্যসমূহ